Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পটভূমি ও ইতিহাস

শরীয়তপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শরীয়তপুর জেলার বাংলাদেশের কারিগরি শিক্ষাঙ্গনে একটি সুপরিচিত এবং সর্বজন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানটি শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন। বিশ্বায়নের এই যুগে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ প্রতিনিয়তই আসছে। তাই শিক্ষার্থীদের মেধা বিকাশে সময়োপযোগী পাঠদান ও প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন চৌকস নাগরিক ও হাতে কলমে দক্ষতাসম্পন্ন আলোকিত মানুষ গড়ে তুলতে ১৯৯৮ সালে শরীয়তপুর সদরে আংগারিয়া বাজার সংলগ্ন অত্যন্ত মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়।

স্ব স্ব বিভাগ/বিষয়ে দক্ষতাসম্পন্ন শিক্ষকবৃন্দ দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত। প্রতিষ্ঠানটি প্রতি বছর নিজের দেশ পেরিয়ে বর্হি:বিশ্বে পড়ালেখা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। এখানে রয়েছে সুসজ্জিত কম্পিউটার ল্যাব, ওয়ার্কসপ, সিসিটিভি নিয়ন্ত্রিত স্মার্ট বোর্ড, প্রজেক্টর মত অত্যাধুনিক সুবিধা সম্পন্ন ক্লাসরুম এবং হাতে কলমে প্রশিক্ষণের পর্যাপ্ত সরজ্ঞামাদি। শিক্ষার্থীদের সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য রয়েছে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর ব্যবস্থা।


পরিচালিত শিক্ষাক্রম:

১) প্রি-ভোকেশনাল: ষষ্ঠ, সপ্তম, অষ্টম শেণি।

২) এস এস সি (ভোকেশনাল) প্রোগ্রাম (নবম ও দশম শ্রেণি) এ ৪টি বিভাগ রয়েছে।

১. জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস,
২. জেনারেল ইলেকট্রনিক্স,
৩. আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিকস এবং
৪. ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং।

৩) এইচ এস সি (ভোকেশনাল) প্রোগ্রাম (একাদশ ও দ্বাদশ শ্রেণি) এ ৪টি বিভাগ রয়েছে।

১. কম্পিউটার অপারেশন অ্যান্ড মেনটেইনেন্স ,
২. ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স,
৩. ইলেকট্রনিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন,
৪. ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং।

) প্রতিষ্ঠানটিতে দুইটি স্কিল ডেভলপমেন্ট প্রোগ্রাম চালু রয়েছে

(ক) সেইপ প্রোজেক্টের অধীন: মোটর ড্রাইবিং কোর্স (৬ মাস মেয়াধী)

(খ) অ্যাসেট (ASSET) প্রোজেক্টের অধীন ৪ মাস মেয়াধী কোর্সসমূহ:

  • Computer Operation (NTVQF Level-3)
  • Electrical Installation and Maintenance (NTVQF Level-2)
  • Graphics Design (NTVQF Level-2)
  • Mobile Phone Servicing (NTVQF Level-2)
  • Driving (NTVQF Level-2)